বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না অমর্ত্য সেন
২৫ জুলাই ২০২২ ১০:৫৩ | আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৩:১৩
ঢাকা: পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ পুরস্কার অন্য কাউকে দেওয়া হোক বলে জানিয়েছেন তিনি। অমর্ত্য সেন তার পরিবারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে এ কথা জানান।
আনন্দবাজারের খবরে বলা হয়, এই মুহূর্তে অমর্ত্য বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। সোমবার পুরস্কার দেওয়ার দিন তিনি কলকাতায় হাজির থাকতে পারবেন না। সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অমর্ত্য সেনের অভিমত জানার পর পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি।
অমর্ত্য সেন তার পুরস্কার না নেওয়ার বিষয়ে জানিয়েছেন, তিনি জীবনে অনেক পুরস্কার পেয়েছেন, এবার এই পুরস্কারটি অন্য কাউকে দেওয়া হোক।
উল্লেখ্য, আজ সোমবার (২৫ জুলাই) বিকেলে কলকাতার নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের অবদানের জন্য বিশিষ্টজনদের হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সারাবাংলা/আইই