শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ
২৫ জুলাই ২০২২ ০৮:৩৩ | আপডেট: ২৫ জুলাই ২০২২ ১১:৪৯
সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫% বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এ সংক্রান্ত একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে অধিদফতরের মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং এ পাঠাতে হবে।
রোববার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে এবং স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান তা নিশ্চিত করবেন। এ সংক্রান্ত একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে অধিদফতরের মনিটরিং এন্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে। গাড়ির জ্বালানির মাসিক প্রাপ্যতা বিদ্যমান সিলিং থেকে ২০ শতাংশ হ্রাস করতে হবে।
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, যে সকল সভা-অনুষ্ঠান অনলাইনে বা ভার্চুয়ালি করা সম্ভব সে সকল সভা ও অনুষ্ঠানে সশরীরে আয়োজন পরিহার করতে হবে। প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করতে হবে।
এসব নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কিনা, তা তদারকি করার জন্য প্রত্যেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং টিম গঠন করতে বলেছে অধিদফতর।
সারাবাংলা/এএম