Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২৩:২০

রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য মারা গেছেন। রোববার (২৪ জুলাই) বিকেলে পর্যটন উপত্যকা সাজেক ভ্যালি থেকে মোটরসাইকেলে ফেরার পথে বাঘাইছড়ি-সাজেক সড়কের ১৪ মেইল চম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, এদিন বিকেলে সাজেক ভ্যালি থেকে মোটরসাইকেলে ফেরার পথে একটি চাঁদের গাড়িকে জায়গা দিতে গিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। তবে মোটরসাইকেলে কয়জন আরোহী ছিলেন সেটি জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত আব্দুল হালিম সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলা সদরে। তিনি বাঘাইছড়ি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে। চট্টগ্রাম সেনানিবাসের অধীনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন হালিম। ছুটি নিয়ে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

সারাবাংলা/এমও

মোটরসাইকেল দুর্ঘটনা সাজেক সেনা সদস্যের মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর