Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিডে মৃতদের ৭০ শতাংশ ভ্যাকসিন নেননি: ডিজি হেলথ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২২:৫৯ | আপডেট: ২৫ জুলাই ২০২২ ১১:৪০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের চতুর্থ ঢেউয়ে সংক্রমিত হয়ে ‍মৃতদের ৭০ শতাংশই এই ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। ভ্যাকসিন কোভিড-১৯ সংক্রমিতদের মৃত্যু শতভাগ নিয়ন্ত্রণ করতে না পারলেও এটি গ্রহণের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

রোববার (২৪ জুলাই) রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, গত কয়েক মাস সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এরপর হঠাৎ আবার সংক্রমণ বেড়ে গেছে। আমার মনে হয়, এই সময়টায় কেউ বাকি নেই যিনি সর্দি-জ্বরে আক্রান্ত হননি। তাদের মধ্যে সবাই হয়ত পরীক্ষাও করেননি। তবে যারাই পরীক্ষা করিয়েছেন, তারাই করোনা পজিটিভ এসেছেন।

অধ্যাপক খুরশীদ আলম আরও বলেন, মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। নিশ্চয় এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবার যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।

ডিজি হেলথ আরও বলেন, ভ্যাকসিন শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। করোনার ভ্যাকসিন নেওয়ার পর কেউ মারা যাবেন না, এমন কথা কখনো বলা হয়নি। তবে কিছুটা হলেও সুরক্ষা দেবে এই ভ্যাকসিন। তাই করোনা থেকে বাঁচতে হলে ভ্যাকসিনের বিকল্প নেই। তাই সবাইকে দ্রুত করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বিজ্ঞাপন

দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর অনেকেই দ্বিতীয় ডোজ পাননি। কবে নাগাদ তারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাবেন— এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ভ্যাকসিন অবশ্যই পাবেন। ব্যবস্থা করে দেওয়া হবে।

এদিন বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের প্রধান নির্বাহী দাঞ্জুমা আদা।

সারাবাংলা/এসবি/টিআর

করোনা ভ্যাকসিন টপ নিউজ ডিজি হেলথ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর