Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ইঁদুর মারার বিষ খেয়ে মাদকসেবীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২২:৫৭

রংপুর: পারিবারিক কলহের জেরে রংপুরের বদরগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে মাদকসেবী এক যুবক আত্মহত্যা করেছে।

রোববার (২৩ জুলাই) ভোরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট গুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাকিল (২৫) ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সে মাদকসেবী ছিল বলে জানিয়েছে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর শাকিল ছটফট করতে থাকলে তাকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি জানান, শাকিল একজন মাদকসেবী ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল না। পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে অনুমান করা যাচ্ছে।

তিনি আরও জানান, শাকিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

আত্মহত্যা ইঁদুর মারার বিষ মাদকসেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর