Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২২:১২

প্রতীকী ছবি

গাজীপুর: জেলার জয়দেবপুর উপজেলায় জেনারেটরের রুমে থাকা এসির কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বিকেল ৬টার দিকে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকার এলিগেন্ট গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাগর ইসলাম (২৪)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ও অপরজন সোহেল ইসলাম (২৫)। তিনি ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপার এসএম আজিজুল হক বলেন, কারখানার জেনারেটরের রুমে থাকা এসির কম্প্রেসারটি নষ্ট থাকায় কম্প্রেসার মেশিনটি সাগর ও সোহেল মেরামতের চেষ্টা করছিলেন। মেরামত শেষে কম্প্রেসার মেশিনটি চালু করার সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মুখমণ্ডল ও শরীর ঝলসানো ছিল।

সারাবাংলা/এনএস

এসির কম্প্রেসার বিস্ফোরণ জয়দেবপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর