Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২১:৪১

প্রতীকী ছবি

খাগড়াছড়ি: জেলা শহরের খাগড়াপুর এলাকায় রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্যাসের সিলিন্ডার লিকেজের ফলে আগুন লেগে দু’টি হোটেলসহ ৪টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার দশ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে পুড়ে যাওয়া অন্য দু’টি দোকানের মধ্যে একটি স্টেশনারি এবং অন্যটি কুলিং কর্নার। দোকান মালিকরা জানিয়েছেন, আগুনে সব মিলিয়ে কমপক্ষে ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

পুড়ে যাওয়া এক দোকানের মালিক জুয়েল দে জানান, আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের দোকান। দোকানের সব মালামাল, ফ্রিজ, ফার্নিচার এবং ক্রোকারিজসহ পুরো দোকানটি ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তারা ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ শুরু করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছেন। আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে।

সারাবাংলা/এমও

আগুন খাগড়াছড়ি দোকান পুড়ে ছাই

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর