Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মিলিত আন্দোলনে একমত বিএনপি-জেএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২১:০৫ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ২৩:০২

ঢাকা: সম্মিলিতভাবে আন্দোলন নামতে ঐক্যমত হয়েছে আ স ম আব্দুর রব নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (ডেএসডি) সঙ্গে দেড় ঘণ্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি জাতীয় ঐক্যসৃষ্টি করেই সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদের পতন ঘটাব। আওয়ামী লীগ সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে অংশ গ্রহণ করব না। শুধু তাই নয়, আমরা এক সঙ্গে এক জোটেই কাজ করব যাতে আমরা এই সরকারকে পরাজিত করে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি।’

‘আমাদের এই ঐক্যমত শুধু নির্বাচন নিয়ে নয়, আমরা যেন রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন করতে পারি, স্বাধীনতা যুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য আমরা যৌথভাবে কাজ করার চিন্তা করেছি। আমরা মনে করি, আন্দোলনের মধ্য দিয়েই ঐক্য গড়ে উঠবে এবং ভবিষ্যতই বলে দেবে আমরা কোন পথে এগুবো, আন্দোলনের ধারা কী হবে, আন্দোলনের গতি কী হবে?’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসম আবদুর বর বলেন, ‘এবারের আন্দোলনের লক্ষ্য হবে সরকারের পতন, নিপীড়নমূলক অগণতান্ত্রিক শাসনব্যবস্থার উচ্ছেদ, শাসনতন্ত্র পরিবর্তন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আমরা মাঠে নামব। মাঠে জনগণ থাকবে, তারাই ডিক্টেড করবে আমরা কোথায় যাব।’

তিনি বলেন, ‘আন্দোলনের কৌশল ঠিক হবে মাঠে। আজকের এই আলোচনায় আমরা ২১ দফা দাবিনামা নিয়ে কথা বলেছি। জাতীয় রাজনীতির প্রয়োজনে আন্দোলনের স্বার্থে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। আমরা ২০১৮ সালে একসঙ্গে আন্দোলন করেছি। এবার পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় সরকারের একটা কর্মসূচি ঘোষণা করেছি।’

বিজ্ঞাপন

রব বলেন, ‘আজকে দেশে জনগণের মালিকানা নেই। এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ শুরু করব। এই আন্দোলনই হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।’

সংলাপে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি আসম আবদুর রব। অন্যরা হলেন— জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন ও সহ-সভাপতি তানিয়া রব।

বিএনপির প্রতিনিধি দলের ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ইকবাল হাসান মাহমদু টুকু ও মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন।

সারাবাংলা/এজেড/এনএস

আ স ম আব্দুর রব জেএসডি টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর