Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৬ হাজার টন টমেটো আমদানির কারণ কী, প্রশ্ন কৃষিমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ২০:২২

ঢাকা: দেশে টমেটোর ভালো ফলন হলেও ৭৬ হাজার টন টমেটো আমদানি করার কারণ জানতে চেয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

রোববার (২৪ জুলাই) রাজধানীর বিএআরসি মিলনায়তনে বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ প্রশ্ন তোলেন। কৃষি বিভাগের কর্মকর্তা, বীজ উৎপাদনকারী ও আমদানিকারকদের উদ্দেশ্যে তিনি এ প্রশ্ন ছুড়ে দেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘এদেশে শীতকালের পাশাপাশি সামার টমেটোরও ভালো ফলন হয়। তাহলে কেন ৭৬ হাজার টন টমেটো আমদানি করতে হচ্ছে? অনেকে আবার কেচাপ তৈরির জন্য টমেটোর পেস্ট আমদানি করছে।’

সারাবছর যেন টমেটো উৎপাদন করা যায় সেই মানের বীজ উৎপাদন ও বাজারজাতের নির্দেশনা দেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের এখন অনেক বীজ যেমন ২৮ জাতের ধানবীজ; এটা এখন রিপ্লেস করা দরকার। কারণ একটা বীজ অনেকদিন ব্যবহার করা হলে ধীরে ধীরে এটার উৎপাদন কমে যায়। এরকম অনেক জাতই এখন তুলে নেওয়ার সময় হয়েছে। বিজ্ঞানীরা রিপ্লেসের চেষ্টা করছেন। তবে একটা বীজ মাঠে ছড়াতে অনেক ৮-১০ বছর সময় লাগে। এটাকে দুই তিন বছরের মধ্যে নিয়ে আসতে হবে। তা না হলে ভালো জাতের বীজ উৎপাদন করেও খুব একটা কাজে আসবে না।’

তিনি বলেন, ‘আমরা ভালোমানের বীজের উৎপাদনের স্বর্থে একটি সীড সার্টিফিকেশন এজেন্সি করার পরিকল্পনা করছি। যেটি সম্পূর্ণ প্রযুক্তি ও বিজ্ঞাননির্ভর হবে।’

সারাবাংলা/ইএইচটি/একে

আমদানি কৃষিমন্ত্রী টমেটো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর