Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিজিএফ’র চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান ও সহযোগী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৯:৩২

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় সরকারি সহায়তার আওতায় বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মতিয়ার রহমান এবং চাল ব্যবসায়ী মো. শাহাবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসময় মামলার আরেক আসামি খাদ্য গুদাম কর্মকর্তা কামরান হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।

রোববার (২৪ জুলাই) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আমীনুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে আসামিরা জামিনের আবেদন করেন। আদালত শুনানি নিয়ে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, গত ১৯ মে দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি করা হয় মামলায় কাশিপুরের ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানকে। এছাড়া খাদ্য গুদাম কর্মকর্তা কামরান হোসেন ও চাল ব্যবসায়ী মো. শাহাবুর রহমানকেও মামলায় আসামি করা হয়।

দুদক জানিয়েছে, মামলা দায়েরের পর চেয়ারম্যান মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই জামিনের মেয়াদ শেষ হলে আসামিরা নিম্ন আদালতে জামিন আবেদন নিয়ে হাজিরা দিতে এসেছিলেন রোববার। পরে আদালত তাদের কারাগারে পাঠান।

জানা যায়, ২০১৯ সালে ইদুল আজহা সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ৪১ দশমিক ৫০ মেট্রিক টন বরাদ্দ করা চাল থেকে ৩ দশমিক ৬০ টন চাল ব্যবসায়ী মো. শাহাবুর রহমানের কাছে বিক্রি করে দেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। ওই বছরের ৯ আগস্ট খাদ্য গুদাম থেকে ওই চাল খালাস করে কালোবাজারে বিক্রির জন্য নড়াইলে নেওয়ার পথে নড়াইল-যশোর সড়কের চৌগাছা চায়না প্রজেক্টের সামনে থেকে লোহাগড়া থানা পুলিশ দুই নসিমনে থাকা ১২০ বস্তা চাল জব্দ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ইউপি চেয়ারম্যান চাল আত্মসাৎ ভিজিএফের চাল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর