সিঙ্গাপুরে গোতাবায়ার গ্রেফতার দাবি
২৪ জুলাই ২০২২ ১৯:২৯ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ২৩:০২
শ্রীলংকায় ২৫ বছরব্যাপী চলা গৃহযুদ্ধে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ার বিতর্কিত ভূমিকা নির্দেশ করে তার গ্রেফতারের দাবিতে আইনি পদক্ষেপ নিয়েছে সাউথ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক অধিকার সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট।
সংগঠনটির নির্বাহী পরিচালক ইয়াসমিন সুকা টেলিফোনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে খবরটি নিশ্চিত করেছেন।
শনিবার (২৩ জুলাই) সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে উত্থাপিত ৬৩ পাতার অভিযোগপত্রে বলা হয়েছে, গৃহযুদ্ধের শেষ দিকে প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা হিসেবে জেনেভা কনভেশন লঙ্ঘন করেছেন গোতাবায়া রাজাপাকসে।
এর আগে, ২০০৯ সালে শ্রীলংকার গৃহযুদ্ধ শেষ হয়। সে সময় সরকারি বাহিনীর সঙ্গে লড়ে পরাস্ত হয় তামিল টাইগার বাহিনী। দ্য ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট তাদের প্রতিবেদনে অবশ্য দুই পক্ষেই জেনেভা কনভেশন লঙ্ঘনের কথা উল্লেখ করেছে।
প্রসঙ্গত, শ্রীলংকা থেকে গণবিক্ষোভের মুখে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন গোতাবায়া রাজাপাকসে। পরে সেখান থেকে সিঙ্গাপুর যান তিনি। সেখান থেকে শ্রীলংকার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। এখন সেই সিঙ্গাপুরেই তাকে গ্রেফতারের উঠছে।
সারাবাংলা/একেএম