ফিলিপাইনে সমাবর্তন অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
২৪ জুলাই ২০২২ ১৮:৫৯ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ২১:৫৫
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দক্ষিণ ফিলিপাইনের সাবেক সিটি মেয়র। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও পুলিশ ধারণা করছে।
আল জাজিরার খবরে বলা হয়, রোববার (২৪ জুলাই) ফিলিপাইনের কোয়েজন সিটির অ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটিতে আইন বিভাগের শিক্ষার্থীদের সমার্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
কোয়েজন সিটি পুলিশের প্রধান রেমুস মেডিনা বলেন, নিহতদের মধ্যে এক জন রোজিটা ফুরিগে। তিনি দক্ষিণাঞ্চলের বাসিলান আইল্যান্ডের লামিটান শহরের সাবেক মেয়র। নিহত বাকি দু’জনের একজন রোজিটার সহকারী, আরেকজন বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা প্রহরী।
একই হামলায় রোজিটা ফুরিগের মেয়েও এই হামলায় আহত হয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হামলার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের গুলিতে আহত হন হামলাকারী। পরে তিনি পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। হামলাকারীকে লামিটান সিটির বাসিন্দা হিসেবে শনাক্ত করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেননি রেমুস মেডিনা। তবে জানিয়েছেন, হামলাকারী পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে।
হামলাকারীকে গ্রেফতার করতে পারলেও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি বলেই জানিয়েছে পুলিশ। তবে লামিটান শহরকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংযুক্ত আবু সায়াফ দলের ঘাঁটি হিসেবে মনে করা হয়। এই দলটি দীর্ঘ দিন ধরেই ফিলিপাইন সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। স্থানীয় বিভিন্ন ধরনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা ও অপহরণেরও অভিযোগ রয়েছে এই দলের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল ফিলিপাইনের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলেক্সান্ডার জেসমুন্ডোর। হামলার সময় তিনি পথে ছিলেন এবং হামলার খবর জানতে পেরে মাঝপথ থেকে ফিরে গেছেন।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মহানগর অঞ্চল যে ১৬টি শহর নিয়ে গঠিত তার একটি কোয়েজন সিটি। শহরটি ফিলিপাইনের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের আবাসস্থল। শহরের মেয়র জয় বেলমন্টে এক বিবৃতিতে বলেন, এ ধরনের ঘটনার কোনো স্থান আমাদের সমাজে নেই। এরকম ঘটনার তীব্র নিন্দা জানাই।
কোয়েজন শহরে সোমবারই হাউজ অব রিপ্রেজেন্টেটিভের কংগ্রেস সেশনে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেওয়ার কথা ছিল নতুন প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের। সে উপলক্ষে শহরজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। এক বিবৃতিতে মার্কোস জুনিয়র নিজেও এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।
মার্কোস জুনিয়র বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে।
সারাবাংলা/টিআর
টপ নিউজ বন্দুকধারীর গুলি বিশ্ববিদ্যালয়ে হামলা সমাবর্তনে হামলা