Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে’

সারাবাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২২ ১৯:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘একটি অপশক্তি দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। আওয়ামী লীগ অতীতেও এমন অনেক ষড়যন্ত্র মোকাবিলা করেছে।’

সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগ নেতা প্রয়াত মুহাম্মদ ইসহাক মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। নগরীর আগ্রাবাদে গুলজার কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা হয়েছে।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ইসহাক মিয়ার মৃত্যুতে চট্টগ্রামে আওয়ামী লীগের মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবে না। তিনি সবসময় সাংগঠনিক ঐক্যকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছেন। দলের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে তাদের স্থান দলে হবে না। দলে বিভেদ থাকলে স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদের ধাক্কা দিয়ে জাতিকে জিম্মি করবে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, কাউন্সিলর নাজমুল হক ডিউক।

এর আগে সকালে নগরীর আগ্রাবাদে প্রয়াতের কবরে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সারাবাংলা/আরডি/একে

আ জ ম নাছির আওয়ামী লীগ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর