Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৭:১৫ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৭:১৯

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রর (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রর চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছে।

রোববার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলাধীন ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে দিদার পরিবহন কোম্পানির একটি বাস বরিশালের উদ্দেশে ছেড়ে আসছিল। আর মাহিন্দ্রটি বরিশালের নথুল্লাবাদ থেকে রহমতপুরের দিকে যাচ্ছিল। পথে ছয়মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্র ও বাসে থাকা যাত্রীরা কমবেশি আহত হন। তবে তাদের মধ্যে দুই যাত্রীর অবস্থা বেশি গুরুতর। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র সদস্য জয়নাল আবেদীন জানিয়েছেন, এখন পর্যন্ত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমও

বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর