Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৬:৫৪

জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার দামপাড়া-গোহারা গ্রামে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামী নয়ন মন্ডলকে ফাঁসির আদেশ দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রোববার (২৪ জুলাই) দুপুরে ওই আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নয়ন পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামের আনসের আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত ২০০২ সালের ১০ নভেম্বর নয়ন তার স্ত্রী রেশমাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিটসহ বুকে লাথি মারলে রেশমা মারা যান। ঘটনার দিনই রেশমার ভাই বাদি হয়ে নয়নকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

স্ত্রী হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর