Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালকলের জ্বলন্ত চুলা ধ্বসে আগুনে ঝলসে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৬:৩৫

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের পেয়ারাতলায় একটি চালকলের জ্বলন্ত উত্তপ্ত চুলা ধ্বসে আগুনে ঝলসে ফয়সাল হোসেন (২২) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। রোববার (২৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মা-বাবা এগ্রো ফুড নামের একটি চালকলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী রাকিব হাসান জানান, শ্রমিক ফয়সাল হোসেন রোববার বেলা পৌনে ১২টার দিকে মা-বাবা এগ্রো ফুডের জ্বলন্ত চুলা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই চুলাটি ভেঙে গেলে ওই আগুনে সে ঝলসে ঘটনাস্থলেই মারা যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, চালকলের জ্বলন্ত চুলা মেরামত করতে গিয়ে উত্তপ্ত চুলা ধ্বসে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ দিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

জ্বলন্ত চুলা ধ্বস শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর