পাকিস্তানেও শ্রীলংকার পরিস্থিতি দেখছেন ইমরান
২৪ জুলাই ২০২২ ১৪:২৭
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের অবস্থা শ্রীলংকার মতো হতে খুব বেশি দেরি নেই। শনিবার (২৩ জুন) এক টুইটার বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান।
ইমরান বলেন, আসিফ আলী জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা নিজেদের অবৈধ সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে পাকিস্তানকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে।
In just over 3 mths the Zardari – Sharifs' mafia has brought the country to its knees politically & economically;
simply to save their illegally accumulated wealth amassed over 30 yrs of plundering Pakistan. My question is:how long will State institutions continue to allow this?— Imran Khan (@ImranKhanPTI) July 23, 2022
এর আগে, ২০১৮ সালে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মেয়াদপূর্তির আগেই আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারান তিনি। চলতি বছরের ৯ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধী জোটের অনাস্থা জয়যুক্ত হওয়ায় ক্ষমতাচ্যুত হয় ইমরানের নেতৃত্বাধীন পিটিআই সরকার।
ইমরানের বিদায়ের পর বিরোধীরা জোট সরকার গঠন করে। এ সরকারের প্রধানমন্ত্রী হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটের অংশ জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
ইমরান বলেন, এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেওয়া যায় না। শ্রীলংকার মতো পাকিস্তানের জনগণের উচিত রাস্তায় নেমে আসা।
সারাবাংলা/একেএম