কেয়ারটেকার সিস্টেম মেনে নিলে চা খেতে অসুবিধা নেই: ফখরুল
২৪ জুলাই ২০২২ ১৪:১৮ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৬:৪৩
ঢাকা: কেয়ারটেকার সিস্টেম মেনে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াত কবুল করতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনার প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি আর লুটপাটের খেসারত’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব)।
এর আগে শনিবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলেও বিএনপিকে বাধা দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাদেরকে চা খাওয়াব।’
এ বক্তব্যের প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেন, ‘তার আগে বলে দিন- কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি, সেটা বলে দিন। তাহলে চা টা খাওয়াতে অসুবিধা নেই তো। তার আগে বলুন, আপনারা কেয়ারটেকার সরকার মেনে নেবেন।’
‘আমি গতকাল বলেছি- একমাত্র সমাধান হচ্ছে প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট। প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহীতামূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আজকে এই ঘটনাগুলো (জ্বালানি সংকট) ঘটছে কেন? দেয়ার ইজ নো অ্যাকাউন্টিবিলিটি। কোথাও কোনো জবাবদিহীতা নেই। কাউকে জবাব দিতে হয় না। ইমডেমনিটি দেওয়া হয়েছে এই বিদ্যুতের ব্যাপারে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘হালকা কথা বলে কোনো লাভ নেই। এই সমস্ত চা টা খাওয়ার কথা বলে কোনো লাভ নেই। একটাই কথা, পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন এবং একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। আপনি (প্রধানমন্ত্রী) দেশকে ফিরিয়ে নিয়ে আসুন, যাতে আমরা সত্যিকার অর্থেই সামনের দিকে এগিয়ে যেতে পারি।’
তিনি আরও বলেন, ‘আজকে আমি সবাইকে আহ্বান করছি, সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছি, গোটা দেশের মানুষকে আহ্বান করেছি, আসুন, এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, ডাকাতদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একতাবদ্ধ হই এবং রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করি।’
সারাবাংলা/এজেড/এএম