নাগরিকদের কাছে রুশ সেনাদের অবস্থান জানতে চায় ইউক্রেন
২৪ জুলাই ২০২২ ১৩:০২ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৪:২৯
রুশ নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের জেপোরোজিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এনেরহোদার এবং এর আশেপাশের অঞ্চলের নাগরিকদের কাছে দখলদার সেনা ঘাঁটি এবং তাদের অবস্থান সম্বন্ধে জানতে চেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে, স্থানীয় যারা রুশ সেনাদের সহায়তা করছে তাদের নাম-ঠিকানাও জানাতে বলা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে সংস্থা রয়টার্স।
এদিকে, মার্চের শুরু থেকেই এনেরহোদারের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে গিয়েছিল। মে মাসে তাদের নিয়োগ করা শহর প্রধান এক বিস্ফোরণে আহতও হয়েছিলেন। ক্রেমলিন ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা অ্যাখ্যা দিয়েছিল।
জুনে দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে এক বিস্ফোরণে রুশপন্থি এক কর্মকর্তা মারা যান বলে জানিয়েছিল বার্তা সংস্থা আরআইএ। গাড়ির কাছে একটি বোমা বিস্ফোরণের পর ওই মাসেই অঞ্চলটির আরেক কর্মকর্তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেলিগ্রামে ইউক্রেনের গোয়েন্দা অধিদফতর রাশিয়ার সামরিক সরঞ্জাম এনেরহোদার শহরের যেসব পথ ব্যবহার করে তা জানাতেও অনুরোধ করেছে।
রাশিয়া বিশেষ অভিযান শুরু করার আগে ইউক্রেনের এই শহরের জনসংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। শহরটির বেশিরভাগ বাসিন্দাই নিকটবর্তী দুটি বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন। এই বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে একটির অবস্থান জেপোরোজিয়া পরমাণু কেন্দ্রে। এটিই ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র।
সারাবাংলা/একেএম