Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক চট্টগ্রাম জোনের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২২ ২২:২৬

ঢাকা: যমুনা ব্যাংক চট্টগ্রাম জোনের অর্ধবার্ষিকী ব্যবসায়িক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে ব্যাংকের ৩০টি শাখার কর্মকর্তারা, নতুন গ্রাহক ও প্যানেল আইনজীবীদের সঙ্গে তিনটি পৃথক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। শনিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যমুনা ব্যাংক।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রেদোয়ান-উল করিম আনসারী, মো. সাইদুল ইসলাম ও স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

আলোচনা শেষে ব্যাংকের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর