চুক্তি সইয়ের পরদিনই ইউক্রেনের বন্দরে রুশ হামলা
২৩ জুলাই ২০২২ ২২:০৪ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ২২:০৬
ইউক্রেনের প্রধান সমুদ্র বন্দরে হামলা চালিয়ে রাশিয়ার সেনাবাহিনী। ওই বন্দর দিয়ে পুনরায় শস্য রফতানি শুরু করার জন্য কিয়েভ ও মস্কোর মধ্যে চুক্তি সই হওয়ার একদিন পরে এই হামলার ঘটনা ঘটল। খবর বিবিসি।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, শনিবার (২৩ জুলাই) ভোরে দেশটির ওডেসা শহরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
গতকাল শুক্রবার (২২ জুলাই) দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তির শর্ত অনুসারে, শস্যের চালান রফতানি চলাকালে বন্দরগুলো হামলা না চালাতে সম্মত হয়েছিল রাশিয়া। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় এই চুক্তি সই করেছিল ইউক্রেন ও রাশিয়া।
আরও পড়ুন: কৃষ্ণ সাগরের বন্দর খুলে দিতে ইউক্রেন-রাশিয়ার চুক্তি সই
তবে রুশ কর্মকর্তারা এই হামলার কথা অস্বীকার করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসাই আকর। এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে যোগাযোগের সময় রুশ কর্মকর্তারা আমাদের বলেছিল- এই হামলার সঙ্গে তারা জড়িত নয়। বিষয়টি খুব নিবিড়ভাবে এবং বিশদভাবে পরীক্ষা করছে তারা।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি ‘সম্পূর্ণ অবজ্ঞা’ প্রকাশ করেছে রাশিয়া।
এই হামলার নিন্দার জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘রাশিয়া, ইউক্রেন এবং তুরস্কের মধ্যে করা শস্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য।’
সারাবাংলা/এনএস