ভৈরবে ৫০ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস
২৩ জুলাই ২০২২ ২০:২২ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ২০:২৯
ভৈরব (কিশোরগঞ্জ): জেলার ভৈরব উপজেলার মেঘনা নদীতে অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে নৌ-থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
মৎস অফিস ও নৌ-থানা পুলিশ সূত্রে গেছে, আজ শনিবার ভোর থেকে ভৈরব নৌ-থানা পুলিশ মেঘনা নদীর পানিশ্বর, খলাপাড়া, লুন্দিয়া, আজবপুরে অভিযান চালিয়ে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে নৌ-থানায় আনা হয়। পরে দুপুরে মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেয় নৌ-থানা পুলিশ ।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদুর রহমান জানান, মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধিতে সুযোগ সৃষ্টির জন্য ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে নদী থেকে ৫০ হাজার অবৈধ এসব কারেন্টজাল জব্দ করা হয়। এরপর জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সারাবাংলা/এনএস