বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত
২৩ জুলাই ২০২২ ১৯:৩২ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:৪৫
পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলায় মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে মো. রানা (৩৬) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসটিকে আটক করেছে পুলিশ। ওই বাসেরই হেলপার ছিলেন রানা।
শনিবার (২৩ জুলাই) সকাল ৯টায় পৌর শহরের বাসস্ট্যানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা ঢাকার মিরপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, শনিবার সকালে কলাপাড়ার কাউন্টার থেকে মোল্লা এন্টার প্রাইজ নামের ওই গাড়িটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় অসাবধানতা বসত গাড়ি থেকে সামনের বাম পাশের চাকার নিচে পড়ে যান বাসটির হেলপার রানা। পরে স্থানীয়রা রানাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে।
সারাবাংলা/এনএস