Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিনের দোকান খুলে বসেছি, কিন্তু ক্রেতা নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৮:৪৩

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন প্রদানে সারাবিশ্বে বাংলাদেশের সুনাম হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ ১৩ কোটি মানুষ নিলেও  বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ৩ কোটি। আমরা বিনামূল্যে ভ্যাকসিনের দোকান খুলে বসেছি। কিন্ত ক্রেতা নেই। বুস্টার ডোজ নিতে অনীহা রয়েছে আমাদের মধ্যে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের সার্জিক্যাল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এর আগে মন্ত্রী মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অক্সিজেনের ঘাটতি মোকাবিলায় দেশে ২শ মেট্রিকটন করে দুটি অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হবে। এর একটি হবে মানিকগঞ্জ অন্যটি উত্তরাঞ্চলে। এতে আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি পূরণ হবে।’

ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন প্রদানে সারাবিশ্বে বাংলাদেশের সুনাম হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ ১৩ কোটি মানুষ নিলেও বুস্টার ডোজ নিয়েছে মাত্র ৩ কোটি। আমরা বিনামূল্যে ভ্যাকসিনের দোকান খুলে বসেছি। কিন্ত ক্রেতা নেই। বুস্টার ডোজ নিতে অনীহা রয়েছে আমাদের মধ্যে। করোনায় মৃত্যুও হার শূন্যের কোঠায় নেমে এসেছিল। কিন্তু করোনার সংক্রমণের হার বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনায় যারা মারা গেছেন তাদের অধিকাংশ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেননি। যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের দ্রুত ভ্যাকসিন নিতে হবে। কারণ আপনি ভ্যাকসিন নিলে আপনার পরিবার ও দেশ সুরক্ষিত হবে।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘আমাদের দেশে অনেক রোগী অর্থ ব্যয় করে দেশের বাইরে চিকিৎসা নিতে যান। একজন ভালো মানের ডাক্তার হতে গেলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের দেশে সেবার জন্য অবকাঠামোর কোনো অভাব নেই। আমাদের প্রশিক্ষিত নার্স, ডাক্তার ও টেকনিশিয়ানের অভাব রয়েছে। এ জন্য আমরা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছি। যেন প্রশিক্ষিত দক্ষ ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান বিশ্বমানের হয়। যেন আমাদের দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে না হয়।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘হাসপাতালগুলোতে মনিটরিংয়ের অভাবে রয়েছে। এতে সঠিক সেবা থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছেন। সারা দেশে ১০ থেকে ২ হাজার বেডের যত হাসপাতাল রয়েছে এগুলো মনিটরিং করার জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালম, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম জামাল, মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার বজলুর রহমান চৌধুরী, মানিকগঞ্জ পৌর সভার মেয়র রমজান আলী, ডাক্তার ফারহানা ইয়াসমিন, ডাক্তার এ কে এম মাহফুজুর রহমান।

সারাবাংলা/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ জাহিদ মালেক টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর