Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ১৯০০ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৮:১৭ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ২০:০৩

নরসিংদী: চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে এই প্রথম ভারত থেকে অকটেন-পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি পণ্যের কাঁচামাল ন্যাফথা (অপরিশোধিত জ্বালানি তেল) আমদানি করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে পণ্য খালাস কার্যক্রমের উদ্বোধন করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। ভারতের হলদিয়া বন্দর থেকে মোংলা বন্দর দিয়ে ন্যাফথা পরিবহন করে নরসিংদীর ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর একোয়া রিফাইনারি লিমিটেড জেটিতে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অনুমতির প্রেক্ষিতে এই প্রথম ১৯০০ মেট্রিক টন ন্যাফথা আমদানি করা হয়। পরিশোধনের পর ১৯শত মেট্রিক টন ন্যাফথা’র পরিবর্তে ২৫ লাখ লিটার জ্বালানি তেল মিলবে। রূপান্তরিত হবে। এ থেকে ৮০ শতাংশ অকটেন, ৫ শতাংশ পেট্রোল ও ৭ শতাংশ কোরোসিন উৎপাদিত হবে।

বিআইডব্লিউটিএ’র পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা বছরে ৪৫ লাখ মেট্রিক টন মালামাল ভারত থেকে নিয়ে আসি। এই প্রথম ভারত থেকে ন্যাফথা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বর্তমানে দেশে বিদ্যুৎতের যে ঘাটতি তার প্রধান কারণ হল ফুয়েলের অপ্রতুলতা। অপিরিশোধিত জ্বালানি তেল আমদানির ফলে ফুয়েলের যে ঘাটতি তা কিছুটা পূরণ হবে। আগামীতে আরও ন্যাফথা দেশে আসবে।’

এসময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক রফিকুল ইসলাম, ইন্ডিয়ান অয়েল করপোরেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাজহার আলম, একোয়া রিফাইনারি লিমিটেডের ডিরেক্টর অপারেশন এরশাদ হোসেন, সাংহাই শিপের ওনার মাসুদুর রহমান, একোয়া রিফাইনারি লিমিটেডের ডিএমডি সাজেদুল সিরাজ, জিএম জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/এমও

অপরিশোধিত জ্বালানি তেল জ্বালানি তেল তেল আমদানি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর