Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাতে গড়ে ওঠা ২টি পুলিশ বক্স ভেঙে দিল ডিএনসিসি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৭:৪৬ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:২৩

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ফুটপাতের ওপর গড়ে ওঠা ট্রাফিক পুলিশের দুটি বক্স উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তার দাবি, সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে ফুটপাতে পুলিশ বক্স দুটি করা হয়েছিল। ফলে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল।

শনিবার (২৩ জুলাই) দুপুরে ডিএনসিসির অভিযানে বক্স দুটি ভেঙে ফেলা হয়। পুলিশ বক্স দুটির একটি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আরেকটি কলেজ গেটের সামনের ফুটপাতে তৈরি করা হয়েছিল। এর মধ্যে কলেজ গেটে ট্রাফিক পুলিশের বক্সটি পুরোনো ছিল।

বিজ্ঞাপন

তবে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে কংক্রিটের পিলার স্থাপন করে ইটের দেয়াল গেঁথে স্থায়ী পুলিশ বক্স নির্মাণ করা হয়েছিল। অভিযানের আগে পুলিশ বক্সের ভেতর থাকা চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব সরিয়ে নেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

পুলিশ বক্স ভাঙার বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেখে খুবই আশ্চর্য লেগেছে, খুব খারাপও লেগেছে। আমাদের ১৮ ফুট চওড়া ফুটপাতটিকে কীভাবে স্থায়ী পুলিশ বক্স করা হয়েছে! পিলার ও দেয়াল দিয়ে ফুটপাত পুরো দখল করে পুলিশ বক্স হবে, এটি অনাকাঙ্ক্ষিত। অবশ্যই পুলিশদের জন্য জায়গা লাগবে। তবে আলোচনার ভিত্তিতে কাজগুলো করা যায়।’

মেয়র আরও বলেন, ‘স্কুলের শিক্ষার্থীরা ফুটপাত দিয়ে চলাচল করে। বিশেষ করে হাসপাতালের অনেক রোগী হুইলচেয়ারে করে যায়। এসব বিষয় চিন্তা করে এই এলাকায় ফুটপাত চওড়া করে বানানো হয়েছে।’

পুলিশ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা আসুন, আলোচনা করুন। দরকার হলে আমরা সরকারকে বলব পুলিশ বক্সের জন্য জায়গা দিতে। কিন্তু এভাবে পুরো ফুটপাত দখল করে পুলিশ বক্স করা হবে, তা কাম্য নয়। জনগণ যাতে দুর্ভোগ না পোহাতে হয় এ ব্যাপারে আরও সচেতন হতে হবে।’ সিটি করপোরেশনের জায়গায় কোনো স্থাপনা করতে চাইলে সিটি করপোরেশনের অনুমতি নিয়েই করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের (ট্রাফিক) উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ‘সারা বাংলাদেশে সব ট্রাফিক স্থাপনাই রাস্তার ওপরে। কর্মকর্তাদের বসার একটি জায়গাও সরকারিভাবে নেই। এভাবেই মাঠ পর্যায়ে কাজ করতে হয় আমাদের। তবে এই পুলিশ ব্ক্স দুটি ভাঙার ব্যাপারে আগে থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে তাদের অনুরোধ করতে পারি, এর বেশি তো কিছু করতে পারি না। ’

সারাবাংলা/ইউজে/পিটিএম

ডিএনসিসি ফুটপাত রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর