Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চরের শিক্ষার্থীদের জন্য অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি হচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৭:১৭

চাঁদপুর: চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘অনেক সময় চরাঞ্চলে খুব বেশি শিক্ষক পাওয়া যায় না। সেই বিষয়গুলো দেখছে সরকার। এজন্য নানারকম অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা হচ্ছে।

শনিবার (২৩ জুলাই) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ২০২০-২১ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে এই অর্থ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘তারপরেও চরাঞ্চলে শিক্ষক দিতে চেষ্টা করা হবে প্রয়োজনে স্থানীয় পর্যায় থেকে শিক্ষক রিক্রুট করার চেষ্টা করা হবে। এর বাইরে এই অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে শিক্ষার আলো থেকে কোনোভাবেই বঞ্চিত না হয় সে ব্যবস্থা আমরা করছি।’

অনুষ্ঠানে নদীভাঙন কবলিত ১০১টি পরিবারের মাঝে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সারাবাংলা/এমও

অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট চরের শিক্ষার্থী শিক্ষামন্ত্রী দীপু মনি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর