Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মাস পর হিলি দিয়ে চাল আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৬:১৫

ফাইল ছবি

দিনাজপুর: সরকার চাল আমদানিতে শুল্ক কমিয়ে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে চাল আমদানি শুরু হয়েছে।

টানা ৯ মাস বন্ধ থাকার পর শনিবার (২৩ জুলাই) দুপুরে ভারত থেকে চাল বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৩টি ভারতীয় ট্রাকে ১০৮ মেট্টিক টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে বলে জানা গেছে।

এর আগে, গত বছর ৩১ অক্টোবর থেকে সর্বশেষ এই বন্দরে চাল আমদানি হয়। পরে দেশের কৃষকের কথা চিন্তা করে চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক ৬০ শতাংশ বাড়িয়ে দেয় সরকার, এতে বন্ধ হয়ে যায় চাল আমদানি। সম্প্রতি আবারও দেশের বাজার স্বাভাবিক রাখতে চাল আমদানির অনুমতি পাবার পর এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

সারাবাংলা/এনএস

চাল আমদানি টপ নিউজ দিনাজপুর হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর