Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কে কী বলল তাতে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না, সচেতন থাকবেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৪:২৭ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৭:২০

ঢাকা: সংকটে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আত্মবিশ্বাস নিয়ে দায়িত্বপালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ( ২৩ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩১ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

তার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কে কী বলল তাতে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না, সচেতন থাকবেন। হয়ত আমাদের পত্র-পত্রিকা নানা কথা লিখবে, টকশোতে অনেক কথা বলবে, বিরোধীদলগুলো কথা বলবে, হ্যাঁ বিরোধী দলগুলো বলবেই বা তাদের বলাই কর্তব্য। তারা তাদের কথা বলে যাক। কিন্তু আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আমরা সঠিক পথে আছি কি না? সঠিকভাবে দায়িত্বপালন ন করছি কি না? সঠিক সিদ্ধান্ত নিয়েছি কি না?

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, করোনাভাইরাস সংকটে সারাবিশ্ব হিমশিম খাচ্ছে, সেই অবস্থায় আমরা কিন্তু আমাদের আর্থ সামাজিক উন্নয়নের গতিটা অব্যাহত রাখতে পেরেছি।

এসময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর উক্তি স্মরণ করে বলেন, জাতির পিতার একটা কথা আমি বারবার স্মরণ করি এবং বারবার বলি, যুদ্ধবিধস্ত বাংলাদেশে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন, বিদেশি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল এদেশে তো কোনো সম্পদ নেই। আপনি এদেশটাকে কিভাবে গড়ে তুলবেন। তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। আমি মাটি মানুষ দিয়েই এদেশ গড়ে তুলব। আমি সেটা বিশ্বাস করি। বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। যে দেশে একটা বীজ ফেললে গাছ হয় সে গাছ ফল দেয় সেদেশের মানুষ না খেয়ে কষ্ট করতে পারে না। এটাও জাতির পিতারই কথা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আমরা সেভাবেই চিন্তা করি। আমাদের যেটুকু সম্পদ সেটুকু যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি। আমাদের মানবসম্পদ এবং মাটি এ নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। এটা আমি বিশ্বাস করি।

বিশ্বে উপর্যুপরি সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি আরও অনেক বেশি বেড়েছে। জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ সাশ্রয়ের কথা শুধু আমরা বলছি না আজকে উন্নত দেশগুলো কিন্তু সুনির্দিষ্ট করে দিয়েছে বিদ্যুৎ সাশ্রয় তাদের করতে হবে। সেটা আপনি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন বা ইউরোপের দেশ বলেন। প্রত্যেকটি উন্নত দেশ; আমি উন্নত দেশগুলির কথাই বেশি বলব, আমরা তো অনেক দূরে রয়ে গেছি।কিন্তু তাদের অবস্থাই হচ্ছে এই ধরনের করুণ, সেখানে আমরা কোথায়?

তারপরও আমি মনে করি যেহেতু দক্ষতার সঙ্গে আপনারা আমাদের প্রশাসনের কর্মকর্তারা বা আমাদের অন্যান্য সমস্ত সংস্থা; প্রত্যেকেই স্ব স্ব দায়িত্ব পালন করছেন বলেই কিন্তু আমরা এখনো অনেক দেশ থেকে ভালো অবস্থায় রয়েছি। তবুও ভবিষ্যৎ চিন্তা করে আমাদের সাশ্রয়ী হতে হবে। আমাদেরও মিতব্যয়ী হতে হবে। এবং আমাদের অহেতুক যেন কোনো অপচয় না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে—বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনীতদের হাতে পদক তুলে দেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম।

সারাবাংলা/এনআর/আইই

শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর