Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে আরও ২৭০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২ ১০:৫২ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:২৪

ঢাকা: ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ জুলাই) ২৭০ মিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন অস্ত্র ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা হিসেবে এ অস্ত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির বরাত দিয়ে বার্তাসংস্থা এপির খবরে বলা হয়, ইউক্রেনে নতুন ব্যাচে চারটি এইচআইএমএআরএস রকেট আর্টিলারি লঞ্চার, প্রচুর পরিমাণে গোলাবারুদ ও কয়েকশ ফিনিক্স গোস্ট ড্রোন পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সহায়তা প্যাকেজটিতে চারটি এইচআইএমআরএস রকেট সিস্টেম, চারটি কমান্ড পোস্ট গাড়ি, ৩৬ হাজার রাউন্ড ১০৫ মি.মি. গোলা এবং ৫৮০টি ফিনিক্স গোস্ট কৌশলগত ড্রোন থাকছে। উল্লেখ্য যে, এর আগেও এ ধরনের ভারী অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, রুশ বাহিনী চলতি মাসের শুরুতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো চারটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) ধ্বংস করে দিয়েছে। তবে কিয়েভ মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের প্রতি পশ্চিমা সমর্থনকে দুর্বল করার জন্য ভুয়া তথ্য ছড়াচ্ছে ক্রেমলিন।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর