Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুচ্ছ ঘটনায় মারধরের শিকার ইবি শিক্ষার্থী

ইবি করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ২২:০২ | আপডেট: ২২ জুলাই ২০২২ ২২:৩১

ইবি: কথা কাটাকাটির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে বহিরাগত দুই যুবক। গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার সময় ক্যাম্পাসের পাশের শেখপাড়া বাজারে চা খাওয়ার জন্য গিয়েছিলেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। মারধরের শিকার শিক্ষার্থী হলেন- অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াসির আরাফাত অভি।

মারধরের শিকার অভি জানান, রাতে তিনি বাজারে যান চা খেতে। বাজারে হাঁটার সময় রাজিব ও সুজন নামে দুই স্থানীয় যুবকদের শরীরে স্পর্শ লাগে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে যায়। পরে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারধর করেন তারা। পরে আহত অবস্থায় স্থানীয়রা শিক্ষার্থীদের মাধ্যমে তাকে ইবি মেডিকেলে পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

এদিকে রাতেই প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন আহত শিক্ষার্থী।

সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা অভিযুক্তদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। খোঁজ পেলে যথাযথ ব্যবস্থা নেব।’

সারাবাংলা/এমও

ইবি শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় তুচ্ছ ঘটনা