Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৯:০২

ফাইল ছবি

বগুড়া: সদরের লাহেড়িপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া এলাকা থেকে শুক্রবার (২২ জুলাই) সকালে শাহ আলম (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানান, বাড়ির পাশের একটি ক্ষেতে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। সে রায়মাঝিড়া এলাকার আমজাদ হোসেনর ছেলে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। সকালে ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাাঠান হয়েছে।

সারাবাংলা/এমও

বগুড়া লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর