Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ছাত্রী নিপীড়ন: দুজন শনাক্ত

চবি করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৮:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজনকে শনাক্ত করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান বলেন, এই ঘটনায় পাঁচজনের মধ্যে দুইজনকে শনাক্ত করেছি। তদন্ত সাপেক্ষে কিছু বলা যাচ্ছে না। প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল এলাকায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের পর আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ ওঠে। ভুক্তভোগী ওই ছাত্রী পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এই বিষয়ে অভিযোগ দিতে গেলে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বাধা দেন বলেও অভিযোগ এসেছে।

সারাবাংলা/সিসি/একে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি যৌন নিপীড়ন

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর