Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৮:৪৬ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৯:০৮

সুনামগঞ্জ: জেলা শহরের একটি কবরস্থান থেকে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। কান্না শুনে কবরস্থানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশুটির চিকিৎসা চলছে।

জেলা শহরের ইব্রাহিমপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২২ জুলাই) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

কবরস্থানের পাশের বাসিন্দা তাছলিমা আক্তার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নবজাতকের কান্না শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন শরীরে রক্ত ও নাড়ি লাগানো একটি নবজাতক কাঁদছে। গ্রামের লোকজন জড়ো হলো। সকলে মিলে শিশুটিকে গোসল করিয়ে পুলিশ ও সাংবাদিকদের জানান হয়ে। পরে নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে ফেলে নবজাতককে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ওই গ্রামের এক দম্পতি। পাঁচ সন্তানের জননী রাশেদা বেগম বললেন, ‘কেউ না নিলে আমি শিশুটি নেব। আমার পাঁচ সন্তানের সঙ্গে আরেক সন্তান বড় হবে।’

স্থানীয় বাসিন্দা নিজামুল হক বলেন, ‘আমরা নবজাতককে বাঁচিয়ে রাখতে চাই। এই নবজাতক প্রয়োজেনে তার এবং তার স্ত্রীর পরিচয়ে বড় হবে। এ জন্য যা যা প্রয়োজন সবই করা হবে।’ রাতে হাসপাতালে ভর্তি হওয়া একজন দুধ মা’কে দিয়ে বাচ্চাটিকে মায়ের দুধ খাওয়ানোর বিষয়টিও জানান তিনি।

জেলার সদর থানার এএসআই সোহেল আহমদ জানান, খবর পেয়ে তারা নবজাতককে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সবকিছুতে স্থানীয়দের সহায়তা করা হয়েছে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আপাতত শিশুটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পালন করছে সকলে। পরে শিশুটির থাকার বিষয়ে উর্ধ্বতনরাই সিদ্ধান্ত জানাবেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালনকারী ডা. স্মৃতি আক্তার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে শিশুটি সুস্থ্য রয়েছে বলে জানান তিনি। আজ শুক্রবারের এখন পর্যন্ত শিশুটি সুস্থ্য রয়েছে বলে হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডের দায়িত্বশীলরা জানিয়েছেন।

সারাবাংলা/এনএস

নবজাতক উদ্ধার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর