Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ তরুণ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৮:২০

ঝিনাইদহ: ঝিনাইদহে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবক গ্রেফতার হয়েছে। গেল রাতে সদর উপজেলার শ্যামনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ওই গ্রামের সুমনের সঙ্গে সজলের বিরোধ চলছিল। সুমনকে ফাঁসাতে সে অস্ত্র ও গুলি নিয়ে আসে।

গ্রেফতার হওয়া সজল ডুগডুগি বাজার এলাকার শফির ছেলে।

গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল শ্যামনগর ইটভাটা এলাকা থেকে সজলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে থানায় সোর্পদ করা হয়েছে

সারাবাংলা/একে

অস্ত্র ও গুলি ঝিনাইদহ শ্যামনগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর