কুষ্টিয়ায় সাংবাদিক রুবেলের ‘খুনি’কে গ্রেফতার করেছে পুলিশ
২২ জুলাই ২০২২ ১৮:৩৬ | আপডেট: ২২ জুলাই ২০২২ ২০:০০
কুষ্টিয়া: সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়ার রাজারহাটে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে কুষ্টিয়া নিজ কার্যালয়ে পুলিশ সুপাার খাইরুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের মূল কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। এখন মাস্টারমাইন্ডকে খোঁজা হচ্ছে।’
পুলিশ সুপার বলেন, ‘দৈনিক কুষ্টিয়া খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল খুন হয়েছেন ব্যক্তিগত কারণে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংবাদ সংক্রান্ত কোনো যোগসূত্রতা নেই। রুবেল নিখোঁজ হওয়ার পর থেকে আসামিদের খুঁজছে র্যাব ও পুলিশ। র্যাব হেড কোয়ার্টার, পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট কুষ্টিয়া জেলা পুলিশ দিনরাত পরিশ্রম করে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।’
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত কুষ্টিয়ার শহরের কোর্টপাড়া স্যার ইকবাল রোডের সামুর ছেলে ইমরান শেখ ইমন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নিহত রুবেল নিখোঁজ হওয়ার সময় থেকে তার মোবাইল বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত একই লোকেশনে ছিলেন হত্যকারী ইমন।’ এর পেছনে কি কারণ রয়েছে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল গত ৩ জুলাই নিখোঁজ হন ও ৭ জুলাই কুষ্টিয়ার কুমারখালী এলাকার নির্মানাধীন যদুবয়রা সেতু থেকে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। খুনিদের গ্রেফতারে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ র্যাব ও পুলিশকে ৭ দিনের সময় বেঁধে দেন। ২ দিনের মাথায় র্যাব সোহান ও জুয়েলকে আটক করে। সর্বশেষ হত্যাকারী ইমরান শেখ ইমনকে আটক করলো পুলিশ।
পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘সব আসামি এবং মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হবে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত করছে।’
সারাবাংলা/এমও