ফেনীতে ট্রাকচাপায় নিহত ২
২২ জুলাই ২০২২ ১৭:৪৯ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:৩১
ফেনী: ফেনীতে ট্রাকের চাপায় একটি সিএনজি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত ওই নারীর দুই মেয়েসহ চার জন একই দুর্ঘটনায় আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফেনী শহরতলীর পাঁচগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, দুর্ঘটনায় নিহতরা হলেন— জেসমিন আক্তার (৫৫) ও আবুল হোসেন সাকিল (১৮)। এর মধ্যে জেসমিন দাগনভূঞার ইয়াকুবপুরের জাহাঙ্গীর আলমের স্ত্রী। আর আবুল হোসেন সাকিল ছিলেন সিএনজিচালক, তার বাবা মো. সবুজ।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নিহত জেসমিন আক্তারের মেয়ে জান্নাতুল আফরান (৩০) ও জান্নাতুল ফেরদৌস (১৮) এবং রাজিব চন্দ্র দাস (৩০) ও তরিকুল ইসলাম (২২)। আহত দুই বোনের বাবা জাহাঙ্গীর আলম, তাদের বাড়ি দাগনভূঞার ইয়াকুবপুরে। এছাড়া রাজিব চন্দ্র দাস নোয়াখালীর সেনবাগের বড় রাজাপুরের দুলাল দাসের ছেলে এবং তরিকুল দাগনভূঞার সেবারহাটের জাহাঙ্গীর ফকিরের ছেলে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তরিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিন জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর