পূর্বশত্রুতায় ঘেরে বিষ, মারা গেল ৫ লাখ টাকার মাছ
২২ জুলাই ২০২২ ১৭:২৯ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:০০
নড়াইল: পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের কালিয়া উপজেলার একটি মাছের ঘেরে বিষপ্রয়োগের ঘটনা ঘটেছে। এতে মরে ভেসে উঠেছে পুকুরের ছোট-বড় সব মাছ। ঘের সংশ্লিষ্টরা বলছেন, ৫ লাখেরও বেশি টাকার মাছ মরে গেছে এ ঘটনায়।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের সমেরু খোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জুলাই) সকালে ওই ঘেরে মাছ ভেসে থাকতে দেখা গেছে।
জানা যায়, নাজমুল হক, জুলহাজ মুন্সী, ইমরান মোল্যা ও রহমত মোল্যা— এই চার জন মিলে ২ একরের মাছের ঘেরটি গড়ে তুলেছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, একই এলাকার কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। তারা ক্ষতি করার হুমকি-ধমকিও দিয়ে আসছে। কিছুদিন আগেও ঘেরের পাড় থেকে ১০০ কাঁদি কলা চুরি হয়েছে।
তারা বলেন, এভাবে প্রতিনিয়ত আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। এখন মাছের ঘেরে বিষ দেওয়ায় আমরা চার ক্ষুদ্র মাছ চাষি সর্বস্বান্ত হয়ে গেছি। আমরা এ ঘটনার বিচার চাই।
স্থানীয়রা বলছেন, মাছের ঘেরের প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে। মাছগুলো পচে দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সামগ্রিকভাবে বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, আমরা মাছের ঘেরে বিষ দেওয়ার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর