শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী দীনেশ গুনবর্ধনে
২২ জুলাই ২০২২ ১৭:৫২ | আপডেট: ২২ জুলাই ২০২২ ২০:০০
ঢাকা: শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ দীনেশ গুনবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ প্রধানমন্ত্রী পদের জন্য দীনেশকে নিয়োগ দেন। এর এক দিন আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদের জন্য শপথ নিয়েছিলেন বিক্রমসিংহে। শ্রীলংকার রাজনীতিতে দীনেশ ভারতঘেঁষা বলে পরিচিত।
এর আগে মাহিন্দা রাজাপক্ষের সরকারে পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন দীনেশ। গত এপ্রিল মাসে দীনেশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
রাজাপক্ষের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দীনেশ প্রধানমন্ত্রী হওয়ায় শ্রীলংকায় বিক্ষোভকারীরা হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, রাজাপক্ষরা চলে গেলেও তাদের ঘনিষ্ঠরা এখনও সরকারে রয়ে গেছেন। রাজাপক্ষদের অনুসারীদের দেশের সংকটময় অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া যাবে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
উল্লেখ্য যে, ৭৩ বছর বয়সী দীনেশ গুনবর্ধনে প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের বাল্যবন্ধু। তারা একই স্কুলে একই শ্রেনিতে পড়ালেখা করেছিলেন। দীনেশ গুনবর্ধনের মন্ত্রিসভা শুক্রবারর সন্ধ্যার দিকে শপথ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলংকায় অর্থনৈতিক সংকটের জেরে রাজনৈতিক আন্দোলনে মাহিন্দা রাজাপক্ষে গত মে মাসে পদত্যাগ করেন। পরে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল বিক্রমসিংহে। চলতি মাসে মাহিন্দার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষেও দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পদত্যাগ করেন। সে সময় প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল। বুধবার পার্লামেন্টে জয় পেয়ে বৃহস্পতিবার পূর্ণ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদের শপথ নেন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। শুক্রবার তিনি নতুন প্রধানমন্ত্রী দীনেশ গুনবর্ধনেকে নিয়োগ দেন।
সারাবাংলা/আইই