Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৭:১১ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:২২

রংপুর: রংপুরে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় বাসের হেলপারসহ তিন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৮টায় রংপুরের কাউনিয়া বেইলি ব্রিজ বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী ফাহমিদা হক পরিবহন সকাল ৮টার দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজ বাজারে ঢুকে গাছের সঙ্গে লেগে দুমড়ে-মুচড়ে যায়। এর আগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোচালক রফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে বাজারের তিনটি দোকান ভেঙে ফেলে বাসটি।

দুর্ঘটনাস্থলেই মারা যান অটোচালক রফিকুল। নিহত অটোচালক উপজেলার খোর্দ্দ ভূতছাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/টিআর

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর