Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া থেকে সার নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২ ১৫:৫৪ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:৫৭

ঢাকা: রাশিয়া থেকে তরল সার নিয়ে একটি জাহাজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। জাহাজ ট্র্যাকিং ডাটা নিয়ে কাজ করে এমন সংস্থা এবং মার্কিন সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। এমন এক সময় রুশ সারবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে, যখন বিশ্ববাজারে পণ্যটির দর লাগামহীনভাবে ঊর্ধ্বমুখী।

উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বহু প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন। তবে রাশিয়ার কৃষিপণ্যের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি বাইডেন প্রশাসন। প্রসঙ্গত, ইউক্রেন ও রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ সার রফতানিকারক দু’টি দেশ। দেশ দু’টি যুদ্ধ জড়ানোর ফলে সারের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সারের উচ্চমূল্যের কারণে কৃষকরা পণ্যটির ব্যবহার কমিয়েছেন। কৃষিকাজের জন্য প্রাক্কালিত ভূমির আয়তনও কমানো হচ্ছে। এর প্রভাব পড়ছে উৎপাদনে। এতে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এসময় রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সার রফতানির খবর সেদেশের কৃষকদের জন্য একটি আশাব্যঞ্জক খবর।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার জনি রেঞ্জার সোমবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পৌঁছানোর কথা রয়েছে। এ জাহাজে ৩৯ হাজার টন তরল ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সার রয়েছে। জাহাজ চলাচল নিয়ে কাজ করা এইকন ডাটা এ তথ্য দাবি করেছে।

এইকন ডাটার দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ থেকে জাহাজটিতে সার বোঝাই করা হয়। সারের ক্রেতা-বিক্রেতার ব্যাপারে কোনো তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে মার্কিন অর্থ বিভাগ এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন অ্যাজেন্সিও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিজ্ঞাপন

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেছেন, রুশ খাদ্য ও কৃষিপণ্যের উপর কখনই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমরা রুশ সরকারের মতো খাদ্যপণ্যকে অস্ত্র বানিয়ে মানবিক সংকট সৃষ্টিতে কখনই আগ্রহী ছিলাম না। তবে তিনি বলেছেন, যতক্ষণ ইউক্রেনে যুদ্ধ বন্ধ হবে না, ততক্ষণ রাশিয়ার খাদ্যবহির্ভূত পণ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুন

চলতি সপ্তাহে মার্কিন ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন সারের ঘাটতি এবং দরবৃদ্ধি ঠেকাতে রাশিয়া থেকে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সার আমদানির উপর অ্যান্টি-ডাম্পিং এবং অ্যান্টি-সাবসিডি শুল্ক প্রত্যাহার করেছে। উল্লেখ্য যে, মার্কিন বাণিজ্য বিভাগের তথ্যমতে, ২০২১ সালে রাশিয়া থেকে ২৬২.৬ মিলিয়ন ডলারের ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সার আমদানি করেছিল যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/আইই

যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর