Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকবাহী প্রাইভেটকারে আগুন দিলেন এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ০৮:১২ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৫:১৬

রংপুর: জেলার গঙ্গাচড়া উপজেলায় একটি মাদকবাহী প্রাইভেটকার ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী। বেশ কয়েকজন পথচারী ও যানবাহনকে ধাক্কা দিয়ে পালানোর সময় ওই প্রাইভেটকারটিকে আটক করেন এলাকাবাসী। এ ঘটনায় চারজন পথচারী গুরতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে প্রাইভেটকারটির চালকসহ অন্য সহযোগীদের আটক করা সম্ভব হয়নি।

গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার তিস্তা ব্রিজ এলাকার ইছলী নামক স্থানে এ ঘটনা ঘটে। গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) আরিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী একটি প্রাইভেটকার আনুরবাজার, শেখ হাসিনা সেতুসহ অন্তত ৫টি স্থানে সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে এসকেএস বাজার এলাকা অতিক্রমের সময় অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বেপরোয়া প্রাইভেটকারটিকে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। তবে প্রাইভেটকার চালকসহ বাকিরা পালিয়ে যায়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে পারলেও প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দুই বোতল ফেনসিডিল পোড়া অবস্থায় পাওয়া গেছে।

এ বিষয়ে ওসি আরিফ আলী জানান, প্রাইভেটকারটি মাদক বহন করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়ি পুড়ে যাওয়ায় কোনো ফেনসিডিল উদ্ধার করা যায়নি। তবে প্রাইভেটকারটির মালিক কে? গাড়িতে কারা ছিল?- এসব ব্যাপারে অনুসন্ধান চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় চারজন পথচারী গুরতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এনএস

মাদকবাহী প্রাইভেটকার রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর