Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়নায় চেহারা দেখে বিএনপির লজ্জিত হওয়া উচিত: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৪:৫৬

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলায় প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা। ক্ষমতায় থাকতে বিএনপি হাওয়া ভবন, খাওয়া ভবন বানিয়ে লুটপাট করে দেশটাকে ধ্বংস করে ছিল, দেশবাসী সেটা দেখেছে। বিএনপির কোনো কথা বলার আগে তাদের আয়নায় চেহারা দেখে লজ্জিত হওয়া উচিত।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

বিজ্ঞাপন

হানিফ বলেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি, ভুয়া নির্বাচনে বিশ্বাসও করে না। এই দেশে যতগুলা অভিযুক্তপূর্ণ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন তো বিএনপি করেছে। বিএনপি ভুয়া নির্বাচন করেছিল বলে জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। বিএনপির এই মিথ্যাচার জনগণ বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগ এখনো ক্ষমতায়।

নির্বাচন কমিশনের সংলাপ প্রসঙ্গে হানিফ বলেন, কোনো দল যদি নির্বাচন কমিশনের সংলাপে না যায়, সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে সংকটের কোনো কারণ নেই। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে, তারা অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলমসহ জেলা শিক্ষা অফিস ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএম

মাহবুবউল আলম হানিফ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর