Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজিপুরে ইকোপার্ক এলাকায় ১০০ মিটার ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ০৯:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৫:৫৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ইকোপার্ক এলাকার যমুনা নদীর তীর সংরক্ষণ এলাকায় দ্বিতীয়বারের মতো ১০০ মিটারে ধস দেখা দিয়েছে। ধস দেখা দেওয়ায় আশপাশের এলাকার মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

পাউবো এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুরে যমুনার পানি দুই সপ্তাহ যাবৎ কমছে। এতে করে যমুনার ডান তীর রক্ষা বাধের দিকে তীব্র স্রোত দেখা দিয়েছে। তীব্র ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার ফলে তীর সংলগ্ন সিসি ব্লকের নিচ থেকে মাটি সরে গেলে এই ধস দেখা দেয়।

বিজ্ঞাপন

বুধবার (২০ জুলাই) দুপুর থেকে এই ভাঙন শুরু হয়েছে। এরইমধ্যে ইকোপার্কের দক্ষিণ পাশের ১০০ মিটার এলাকার সিসি ব্লক নদীগর্ভে চলে গেছে। এর আগে গত মে মাসেও এই স্থানের উত্তর পাশ্বের ৮০ মিটার এলাকার সিসি ব্লক ধসে গেছে।

এদিকে ধস ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন এলাকা পরির্দশন করেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি। বৃহস্পতিবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. হায়দার আলী জানান, শুষ্ক মৌসুমে নদীতীর সংরক্ষণ প্রকল্প এলাকার নিকট থেকে বালি উত্তোলন করে সিসি ব্লকের ওপর দিয়ে ট্রাকে বহন করে নিয়েছে স্থানীয়রা। এতে করে নদীর মূল স্রোত এখন ডান তীরে এসে সরাসরি আঘাত করায় ধস শুরু হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভাঙন এলাকা ঘুরে দেখেছি। বালিবর্তি জিওব্যাগ ফেলানোর কাজ শুরু হচ্ছে। আশা করি ভাঙন রোধ হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

টপ নিউজ নদী ভাঙন যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর