Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিগন্যালবিহীন রেল লাইনে নসিমন, ট্রেনের কাটা পড়ে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ২৩:০৯ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৪:০২

ছবি: সারাবাংলা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পাঁচ জনই পেশায় রাজমিস্ত্রি। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল ওই রেলগেটে কোনো ধরনের সিগন্যাল ছিল না।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠান দরবস্ত রেলগেটে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আশুতোষ কুমার এসব তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এসআই আশুতোষ কুমার বলেন, ফরিদপুরের আলফাডাঙ্গায় কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। কাজ শেষ করে তারা নসিমনে করে ফিরছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী আসছিলেন। নসিমনটি কাঠান দরবস্ত রেলগেটে পৌঁছালে ট্রেনটি একে ধাক্কায় দেয় নসিমনকে। দুর্ঘটনাস্থলেই পাঁচ রাজমিস্ত্রির মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতদের বয়স ১৮ থেকে ৩০ বছর। পাঁচ জনের বাড়িই পারুলিয়া ইউনিয়নে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নসিমনের চালক নিহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, কাঠান দরবস্ত রেলগেটে কোনো ধরনের সিগন্যাল ছিল না। ফলে ট্রেন আসার বিষয়টি ধারণা করতে না পেরে নসিমনের চালক রেলগেট পার হচ্ছিলেন। সে কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

এসআই আরও জানান, ওই নসিমনে যাত্রী ছিলেন মোট ১৪ জন। এর মধ্যে নিহত পাঁচ জন ছাড়াও এক জন গুরুতর আহত হয়েছেন। তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নসিমনের বাকি যাত্রীরা যে যার মতো ঘটনাস্থল ত্যাগ করেছেন।

সারাবাংলা/আরএফ/টিআর

টপ নিউজ ট্রেনে কাটা পড়ে মৃত্যু নসিমনকে ট্রেনের ধাক্কা