Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ১৭:৪৮

ঢাকা: নেত্রকোনার মদনে মিলু মিয়া নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে বূহস্পতিবার (২১ জুলাই)) দুপুরে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মিলু মিয়া উপজেলার মদন সদর ইউপির কাইকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘মিলু মিয়া নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০০৫ সালে মিলু মিয়া তার নিজ ভাতিজাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা হয়। মামলার বিচার কার্য শেষে নিম্ন আদালত ২০১৮ সালে মিলু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালত ২০১৯ সালে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। এরপর থেকেই মিলু মিয়া ফেরারি আসামি হয়ে আত্মগোপনে থাকেন।’

সারাবাংলা/একে

ফেরারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর