Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ১৭:২৯

ঢাকা: ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার তৈলকুপ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মনোয়ারা ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মাদক বিক্রির খবর পেয়ে এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে একদল পুলিশ তৈলকুপ গ্রামে অভিযান চালায়। সে সময় অন্যরা পালিয়ে গেলেও হাতে নাতে ১০০ পিস ইয়াবাসহ মনোয়ারা খাতুনকে আটক করা হয়।

এ ঘটনায় মনোয়ারার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা করেছে।

সারাবাংলা/একে

ইয়াবা নারীম মাদক ব্যবসা