ছাত্রী নিপীড়ন: বিক্ষোভে উত্তাল চবি ক্যাম্পাস
২১ জুলাই ২০২২ ১৬:৪৯ | আপডেট: ২১ জুলাই ২০২২ ২০:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থী যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ও প্রগতিশীল ছাত্রজোট। তাদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে চবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এসব ন্যাক্কারজনক ঘটনার বিচার করতে না পারে তাহলে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নিয়ে প্রশ্ন তুলবেন বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা, জয়বাংলা ভাস্কর্য সামনে প্রগতিশীল ছাত্রজোট, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করেছেন বলেও জানা গেছে।
ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি? ধর্ষকেরা বন্দি হয়নি বুক ফুলিয়ে চলে, তোমরা বরং ছাত্রীদের ক্লাস করাও হলে, আপস না হোক লুকিয়ে থাকা সিন্ডিকেটের সঙ্গে, নাম অবশ্যই জানা তবে নাম কেন অজ্ঞাতনামা, চবির মাটিতে নিপীড়কের ঠাঁই নাই, অবিলম্বে নরপিশচদের শাস্তি চাই স্লোগান প্ল্যাকার্ডে লেখা নিয়ে এ সময় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে সাধারণ শিক্ষার্থী আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের নুজরাত জেবিন সুমাইয়া বলেন, ‘এক শিক্ষার্থী লাঞ্চিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কাউকে শনাক্ত করতে পারেনি।এভাবেই আসামিরা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই। তাই আমরা দ্রুততম সময়ে দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানাতে বিক্ষোভে অংশ নিয়েছি।’
রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু দিন ধরে পরপর ছাত্রী হেনস্তার কয়েকটি ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর কোনো বিচার করতে পারে নি। এ সব ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নয়। আমর ক্যাম্পাসে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। সেইসঙ্গে এক ছাত্রী যৌন হেনস্তার তদন্তপূর্বক বিচারের দাবি জানাই।’
বিক্ষোভকারীরা আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন নারী। তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে রোকেয়া পদক পেয়েছেন। কিন্তু একজন নারী উপাচার্য হওয়া সত্বেও একজন নারী শিক্ষার্থী যৌন হেনস্তার শিকার হয়। এর চাইতে লজ্জার, দুঃখের হতে পারে না। আমরা অতিদ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। এই প্রশাসন যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে ছাত্রদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হোক। ছাত্ররা নিজেদের দায়িত্ব নিশ্চিত করবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বক্ষেত্র নিরাপত্তা দিতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, ‘গত ১৭ জুলাই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এক শিক্ষার্থী নিজ হলের সামনে লাঞ্চনার শিকার হয়েছেন।বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব সেই দায় ছিল প্রশাসনের। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব পুরোন করতে পারেনি। আমরা প্রশাসনের কাছে যে ঘটনা ঘটেছে তার বিচার চাই।’
শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যেসব করা দরকার সেগুলো প্রশাসন যেন অতিসত্বর নিশ্চিত করে। আর কোনো বোনের এরকম পরিণতি আমরা চাই না। গতকাল রাতে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি করা হয়েছে। সেগুলোর সংহতি জানাই। শিক্ষার্থীদের চারটি দাবির মধ্যে চার নাম্বার যে দাবি সেটা প্রশাসন যদি চার কর্মদিবসের মধ্যে মানতে না পারে। তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করার অঙ্গীকার দিয়েছে। সেই অঙ্গীকার যেন প্রশাসন বজায় রাখে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা যাদের নিরাপত্তা দিতে ব্যস্ত তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একজন শিক্ষার্থী তাদেরও রাতের বেলায় কোন জায়গাতে নিরাপদ না এই ব্যাপারে চিন্তা করা উচিত। কারণ বোটানিক্যাল গার্ডেনসহ বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা নেই এবং পুলিশ টহল থাকে না। এ সব এলাকায় কোনো ঘটনা ঘটলে আমাদেরও কষ্ট হয়। তারপরও আমরা চেষ্টার কমতি রাখি না।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সড়ক, ফ্যাকাল্টিগুলোতে আমাদের সবসময় টহল থাকে। যে সময় ঘটনা ঘটেছে সেই নির্দিষ্ট সময়ের প্রত্যেকটি পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজের প্রত্যেক সেকেন্ড গুরুত্বসহকারে চেক করা হচ্ছে। এ ছাড়াও আমরা পুলিশসহ একযোগে কাজ করছি। প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সারাবাংলা/সিসি/একে