Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে বলেছেন হাইকোর্ট

স্টাফ করেসপনডেন্ট
২১ জুলাই ২০২২ ১৫:২৩ | আপডেট: ২১ জুলাই ২০২২ ১৭:২৩

ফাইল ছবি

ঢাকা: ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে বলেছেন হাইকোর্ট। ছাদে যাত্রী পরিবহন বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন আদালত। একইসঙ্গে ট্রেনের টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী বহন বন্ধের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রেলওয়ে কর্তৃপক্ষকে আগামী ৩১ জুলাইয়ে মধ্যে জানাতে নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২১ জুলাই) রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ছয় দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির বিষয়টি নজরে নেওয়ার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন— ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। এ সময় রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন্স) এ এম সালাউদ্দিন, পরিচালক (ট্রাফিক) নাহিদ হাসান খান ও সহজ ডট কমের ভাইস প্রেসিডেন্ট মো. জুবায়ের হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

এ সময় রেলওয়ে কর্মকর্তাকে উদ্দেশ্য করে বিচারক বলেন, ‘কেন ট্রেনের ছাদে লোক ওঠে? এটা কী পয়সা ইনকামের পথ? ট্রেন জাতীয় সম্পদ। ট্রেন কী আপনারা গ্রাস করতে চাচ্ছেন ‘

জবাবে রেলওয়ের কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ‘ছাদে যাত্রী ওঠা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে, তবু এটা আমাদের ব্যর্থতা।’

এ সময় আদালত বলেন, ‘ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে তারা কি টাকা দিচ্ছে না? এটা তো দুর্নীতি। আর ছাদে যাত্রী ওঠানো বন্ধ করতে পারছেন না— এ অসহায়ত্ব প্রকাশ করলে কি দেশ চলবে? এটা কোনো কথাই না। আপনাদের দায়িত্ব পালন করতে হবে। অসম্ভব বলে কিছু নেই। এগুলো ঠিক হতে আর কতদিন সময় লাগবে? দেশ স্বাধীনের তো ৫০ বছর হয়ে গেছে। সবক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

বিজ্ঞাপন

এ সময় দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘সহজ ডট কমের অনিয়ম পেয়ে গতকাল ভোক্তা অধিকার তাদের দুই লাখ টাকা জরিমানা করেছে। যেখান থেকে ৫০ হাজার টাকা রনি পাবেন।’

তখন সহজডটকমের ভাইস প্রেসিডেন্ট মো. জুবায়ের হোসেন আদালতকে বলেন, ‘আমরা ভোক্তা অধিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘মহিউদ্দিন রনির আন্দোলনের যুক্তি এবং তার ছয় দফা দাবির বিষয়ে জানতে আমি রেলের ডিজির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছি। রেলের ডিজি বলেছেন— এ বিষয়ে কমিটি গঠনের জন্য পদক্ষেপ নিয়েছেন, তাদের জিএমকে চিঠি দিয়ে মহিউদ্দিন রনির দাবি-দাওয়া সম্পর্কে আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠন করে সুপারিশের প্রতিবেদন দিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘রেলের ডিজি আদালতে প্রতিনিধি পাঠিয়েছেন। তাদের বক্তব্য শুনে ট্রেনের অব্যবস্থার বিষয়ে আদালত বলেছেন— ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে হবে। আজ থেকে টিকিট কালোবাজারি চলবে না, এসব বিষয়ে ব্যবস্থা নিতে আদালত মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন।’

সারাবাংলা/কেআইএফ/এনএস

ট্রেনের ছাদে যাত্রী হাইকোর্ট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর