ঢাবির ‘চ‘ ইউনিটের পরীক্ষায় ভর্তিযোগ্য ২৪১ জন
২১ জুলাই ২০২২ ১২:২৬ | আপডেট: ২১ জুলাই ২০২২ ১৭:০৮
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ে ২৪১ জন শিক্ষার্থী ভর্তিযোগ্য বলে বিবেচিত হয়েছেন। তাদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ১৩০ জন শিক্ষার্থী অনুষধটির বিভিন্ন বিভাগে পড়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে সর্বমোট দুইধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় সর্বমোট ৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এমসিকিউ পরীক্ষায় পাশ করা ১৫০০ শিক্ষার্থী গত ২ জুলাই অঙ্কন পরীক্ষায় বসেন। এর মধ্যে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ২৪১ জন শিক্ষার্থী।
এদিকে, ‘চ’ ইউনিটে ১০০ দশমিক ৫ পেয়ে প্রথম হয়েছেন ভিকারুন্নেসা নূন কলেজের শিক্ষার্থী ফারিয়া নওশীন আহমেদ আপন, ৯৮ দশমিক ৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরিপুর কলেজের শিক্ষার্থী ঐশী রাণী মণ্ডল এবং ৯৮ দশমিক ৮৪ পেয়ে তৃতীয় হয়েছেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. ফরহাদ আলী।
ফলাফল জানা যাবে যেভাবে:
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে ড্যাশবোর্ডে প্রয়োজনীয় তথ্য দিয়ে অথবা রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক নম্বর থেকে DU CHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
সারাবাংলা/আরআইআর/এনএস